হলুদ গোলাপের দিন
আজ ২৩ নভেম্বর, ২০২৪। দেখতে দেখতেই কখন যেনো সময় গড়িয়ে গেলো, এ বছরটাও ফুরিয়ে যাচ্ছে। অনেকের ঝুলিতেই অনেক অ্যাচিভমেন্টও জড়ো হয়েছে। কেউবা আবার হতাশ হয়ে দু'কদম পিছিয়েও পড়েছে। তেমনি একটি অ্যাচিভমেন্ট আমরা আমাদের ঝুলিতেও ভরতে পেরেছি। আমরা এ বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিজেদেরকে এ বৃহৎ প্রতিযোগিতার পৃথিবীতে ঠেলে দিয়েছি। বেশ বড় হয়ে গেছি। খানিকটা আনন্দ হয়েছে, তবে বাস্তবতা বোধ সে আনন্দকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে অনবরত। মনে করিয়ে দিচ্ছে -আমরা টিকে থাকার লড়াইয়ে নেমে পড়েছি। তাতেই বা কি! বর্তমানকে উদযাপন করব না! নিজেকে পুরষ্কৃত করে আরেকটু উৎসাহ নিয়ে তাকে কি এগিয়ে যেতে বলব না! তা কি করে হয়!
আমরা উদযাপন করেছি, নিজেদেরকে খানিকটা অনুপ্রেরণা যুগিয়েছি আরো সামনে এগিয়ে যাবার। তবে সে উদযাপনে ভিন্ন মাত্রা যোগ করেছেন আমাদের শ্রদ্ধেয় এবং ভালবাসার শিক্ষক। তিনিই বাস্তবতার নির্মমতা টুকু চোখে আঙুল দিয়ে বারবার দেখানোর চেষ্টা করেছেন। এ প্রতিযোগিতার ভিড়ে আমরা যেন হারিয়ে না যাই, বারবার সে পথের সন্ধান দিয়েছেন। যাকে কিনা আমরা সবচেয়ে ভয়ের চোখে দেখতাম, তিনিই যে সবচেয়ে আন্তরিক এবং স্নেহবৎসল, কাছাকাছি না আসলে বোধ হয় অনাবিষ্কৃতই থেকে যেত বিষয়টা। তাঁকে দেখে শিখছি,অনবরতই শিখছি। শিক্ষাজীবনের সেই গুরুগম্ভীর পাঠচক্র থেকে শুরু করে আজকের এই উদযাপন, ক্ষুদ্রতার ভিতরের গভীরতাও তিনিই চিনিয়েছেন।
স্যার আমাদের সেলিব্রেশনের জন্য বেশ একটা আয়োজন করেছিলেন। আমরা বিস্মিত হয়েছি,পুলকিত হয়েছি, তাঁর প্রতি শ্রদ্ধায় আরো খানিকটা শিরাবনত করেছি, কৃতজ্ঞতায় আপ্লুত হয়েছি। সামান্য একটা ফুল যেটাকে আমরা ভাবছি, সেক্ষেত্রেও বিষয়টা যে সামান্য নয়, তা বুঝিয়েছেন। উদযাপনের হলুদ্রাভ আভা যেন ছুঁয়ে যায় প্রত্যেককে, সে কারনে তিনি হলুদ গোলাপ দিয়েছেন আমাদের, মিষ্টান্নেও রেখেছেন উদযাপনের ছোঁয়া। সফ্ট ড্রিংকস এবং অন্যান্য বিষয়েও খুব সচেতনভাবেই রেখেছেন ভিন্ন রঙের সমাহার। আমরা এতটাও প্রত্যাশা করিনি।
নিজের মহামূল্যবান সময়, অর্থ ব্যয় করে যিনি অন্যের সন্তানের অর্জনকে উদযাপন করেন,তাঁকে আমরা কোন মানদণ্ডে মাপব! শুধুই শিক্ষক! সে তো অনেক পেয়েছি। এ মূল্যায়ন, ভালোবাসা, আন্তরিকতা, স্নেহ নাহয় গতানুগতিকতার বাইরেই থাকুক! তিনি শুধু একজন শিক্ষকই নন, সে সম্পর্ক ছাপিয়ে হয়ে উঠেছেন আমাদের মানসিক আশ্রয়স্থল, সাহস ও মনোবল সঞ্চারক।
(২৪ এর গাথা)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন